সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগে বাদশা সভাপতি, হারুন সাধারণ সম্পাদক

ছানোয়ার হোসেন বাদশা ও অধ্যক্ষ হারুন অর রশিদ

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: দীর্ঘ ৮ বছর পর সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২৫ সেপ্টেম্বর বিকেলে সম্পন্ন হয়েছে।

সরিষাবাড়ী কলেজ মাঠ প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা সভাপতিত্ব করেন।

এতে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম এমপি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ সভাপতি হিসেবে ছানোয়ার হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক হিসেবে অধ্যক্ষ হারুন অর রশিদের নাম ঘোষণা করেন।

sarkar furniture Ad
Green House Ad