জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ২৫০ শয্যা জামালপুর জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে কর্তব্যরত দুই ডাক্তারের মারামারি ও একে অপরকে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। এতে অপারেশন থিয়েটারের কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে অপারেশনের জন্য অপেক্ষমাণ বেশ কয়েকজন নারী রোগী ও তাদের স্বজনরা চরম দুর্ভোগে পড়েন। ২৫ সেপ্টেম্বর দুপুরে হাসপাতালের দ্বিতীয় তলায় জেনারেল সার্জারি এবং গাইনি ও প্রসূতি অপারেশন থিয়েটারে এই অপ্রীতিকার ঘটনা ঘটে।
হাসপাতালের একাধিক সূত্র জানায়, ২৫ সেপ্টেম্বর বেলা ১২টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় অপারেশন থিয়েটারে রিপা আক্তার নামের একজন রোগীর টিউমারের অপারেশন কার্যক্রমের প্রস্তুতি চলছিল। অন্যান্য ডাক্তারদের সাথে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. তাইজুল ইসলাম ও জামালপুর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শামসুর রহমানও সেখানে উপস্থিত ছিলেন। বেলা সাড়ে ১২টার দিকে ডা. তাইজুল ইসলাম ও ডা. শামসুর রহমানের মধ্যে ব্যক্তিগত বিষয় নিয়ে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ডা. তাইজুল ইসলাম ক্ষীপ্ত হয়ে ডা. শামছুর রহমানের গালে চড় মারেন। এ নিয়ে দু’জনের মধ্যে কিলঘুষি ও হাতাহাতি শুরু হলে সেখানে থাকা অন্যান্য ডাক্তাররা তাদের দু’জনের ঝগড়া থামান।
দুই ডাক্তারের এই অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে অপারেশন কার্যক্রম বন্ধ হয়ে যায়। এ সময় হাসপাতালের সব বিভাগ থেকে কর্তব্যরত ডাক্তার, নার্স ও কর্মচারী ও রোগীর সাথে আসা লোকজন দু’তলায় অপারেশন থিয়েটারের সামনে গিয়ে ভিড় জমান। একই সাথে অপারেশন থিয়েটারে অপারেশনের জন্য অপেক্ষমাণ রিপা আক্তার নামের ওই রোগীসহ আরো কয়েকজন নারী রোগীকে দ্রুত ওয়ার্ডে সরিয়ে নেওয়া হয়। অপারেশন থিয়েটারে থাকা ঘটনার প্রত্যক্ষদর্শী নাম প্রকাশে অনিচ্ছুক একজন মেডিকেল অফিসার অপারেশন থিয়েটারে দুই ডাক্তারের মারামারির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে অপারেশন থিয়েটারে দুই ডাক্তারের মারামারির ঘটনা শুনে সেখানে ছুটে যান জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান। পরে অপারেশন থিয়েটারে বিবাদে জড়ানো ওই দুই ডাক্তার, হাসপাতালের আরএমও এবং অন্যান্য ডাক্তারদের সাথে নিয়ে জরুরি বৈঠকে বসে ঘটনার মীমাংসা করেন সহকারী পরিচালক।
২৫০ শয্যা জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. মাহফুজুর রহমান সোহান বাংলারচিঠিডটকমকে বলেন, হাসপাতালের অপারেশন থিয়েটারে কর্তব্যরত দু’জন ডাক্তারের মধ্যে ব্যক্তিগত বিষয় নিয়ে এক অপ্রীতিকর ঘটনা ঘটে যায়। তাৎক্ষণিক ওই দুই ডাক্তার ও অন্যান্য ডাক্তারদের নিয়ে বৈঠক করে বিষয়টি আপাতত মীমাংসা করা হয়েছে। এই অপ্রীতিকর ঘটনার কারণে অপারেশন থিয়েটারের কার্যক্রম প্রায় ঘণ্টাখানেক বন্ধ থাকে। বৈঠক শেষে অপারেশন থিয়েটারে জটিল রোগীদের অপারেশনের কার্যক্রমও শুরু করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে।