করতোয়ায় নৌকাডুবিতে প্রাণহানি, ধর্ম প্রতিমন্ত্রীর শোক প্রকাশ

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: পঞ্চগড় জেলার করতোয়া নদীতে আউলিয়ারঘাট এলাকায় নৌকাডুবিতে ব্যাপক প্রাণহানির দুঃখজনক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি।

প্রাপ্ত তথ্য অনুসারে এ পর্যন্ত শিশু ও নারীসহ ২৫ জন নিহত হয়েছেন এবং আরো অনেকে নিখোঁজ রয়েছেন।

যাত্রীগণ হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব মহালয়া উপলক্ষে পূজা অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে নৌকা যোগে পঞ্চগড় জেলার বোদা উপজেলার শ্রী শ্রী বদেশ্বরী মন্দিরে পারাপার হচ্ছিলেন। অতিরিক্ত যাত্রী থাকায় নৌকাডুবি ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ধর্ম প্রতিমন্ত্রী ২৫ সেপ্টেম্বর এক শোকবার্তায় নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার বর্গের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

sarkar furniture Ad
Green House Ad