যুব অধিকার পরিষদ জামালপুর জেলা শাখার কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: বাংলাদেশ যুব অধিকার পরিষদ জামালপুর জেলা শাখার কমিটি ঘোষণা করেছে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি। ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সভাপতি মনজুর মোর্শেদ মামুন ও সাধারণ সম্পাদক নাদিম হাসান পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন।

পূর্ণাঙ্গ কমিটিতে মো. রাসেল আহমেদকে সভাপতি, আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং মো. রিপন আকন্দকে সাংগঠনিক সম্পাদক করে ৭৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ গণ অধিকার পরিষদের একটি শক্তিশালী ইউনিট বাংলাদেশ যুব অধিকার পরিষদ। জামালপুর জেলা যুব অধিকার পরিষদের নতুন এই কমিটি আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

তারা আরও বলেন, জামালপুর জেলায় মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য কাজ করবে। মুক্তিযুদ্ধের চেতনা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করার জন্য কাজ করবে।

sarkar furniture Ad
Green House Ad