মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিল নির্বাচন নভেম্বরে : মন্ত্রী মোজাম্মেল হক

সার্কিট হাউজে শুনানি অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আসছে নভেম্বরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। অক্টোবরে নির্বাচনী সূচিও ঘোষণা করা হতে পারে। ইতিমধ্যে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এখন ওনারা নির্বাচনী সূচি ঘোষণা করলেই নির্বাচন হবে।

২০ সেপ্টেম্বর সকালে জামালপুর সার্কিট হাউজে জামালপুর সদর উপজেলার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের শুনানি গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আরও বলেন, ইতিমধ্যে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল আইডি কার্ড ও সনদ বিতরণ প্রায় ৪০ জেলায় শেষ হয়েছে। আগামী এক মাসের মধ্যে সব জেলায় ডিজিটাল আইডি ও সনদ বিতরণ কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে।

শুনানি গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অতিরিক্ত সচিব এস এম মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

sarkar furniture Ad
Green House Ad