জামালপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবলের উদ্বোধন

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরে শুরু হলো বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট।
১৭ সেপ্টেম্বর সকালে জামালপুর জিলা স্কুল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন সিআইপি।
জেলা প্রশাসক শ্রাবস্তী রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হারুন-অর-রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন প্রমুখ।

উদ্বোধনী খেলায় দেওয়ানগঞ্জ বালক দলকে ৩-১ গোলে পরাজিত করে সরিষাবাড়ী বালক দল বিজয়ী হয়। একই দিন মেলান্দহ বালিকা দলকে ১-০ গোলে পরাজিত করে বিজয় লাভ করে সরিষাবাড়ী বালিকা দল।
জানা যায়, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে জেলার ৬টি করে উপজেলা অংশগ্রহণ করছে। আগামী ২০ সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।