জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অসহায়, দুস্থ ব্যক্তিদের মাঝে ১২ সেপ্টেম্বর বিকালে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ও ঢাকা চেম্বার অব কমার্সের পরিচালক ব্যারিস্টার ছামির সাত্তার তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ধানুয়া কামালপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায়, দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
এছাড়াও ক্ষুদ্র নৃ-তাত্তিক গোষ্ঠির দিঘলাকোনা সাধু আন্দ্রে ধর্মপল্লী উপসনালয় পরিদর্শন করেন এবং ধর্মযাজকদের সাথে সৌজন্য সাক্ষাত ও তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন ব্যারিস্টার ছামির সাত্তার।
এসময় ব্যারিস্টার ছামির সাত্তার ছাড়াও ভিপি রিপন, জুয়েল মিয়া, ব্যবসায়ী খোকন আকন্দ, ছাইদুর রহমান, মোজাহারুল ইসলাম ভিমল, বাবুল মিয়া, এমরান হোসেন, সাখাওয়াত হোসেন, জাকির হোরসন, জিসান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।