২,০০০ কিলোমিটার এলাকা পুনর্দখলের দাবি ইউক্রেনের

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইউক্রেনের সেনাবাহিনী সেপ্টেম্বরে প্রায় দুই হাজার কিলোমিটার এলাকা পুনর্দখল করেছে বলে দেশটির প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি দাবি করেছেন।

১০ সেপ্টেম্বর এ দাবি করে জেলেনস্কি বলেন, পাল্টা আক্রমণের মুখে পালিয়ে রুশ সেনাবাহিনী সঠিক কাজটিই করছে।

জেলেনস্কি তার সান্ধ্যকালীন ভাষণে বলেন, সেপ্টেম্বর শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেন বাহিনী প্রায় দুহাজার কিলোমিটার এলাকা মুক্ত করতে পেরেছে।

তবে তিনি বর্গকিলোমিটারের কথাই বুঝিয়েছেন কিনা তা স্পষ্ট করেননি। কারন বৃহস্পতিবার দেশটির সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনি বলেছেন, তাদের বাহিনী রুশ সেনাবাহিনীর দখল থেকে এক হাজার বর্গ কিলোমিটার এলাকা পুনর্দখল করেছে।

জেলেনস্কি বলেন, গত কয়েকদিনে রুশ সৈন্যরা তাদের সবচেয়ে ভালোদিকটিই দেখিয়েছে। তারা পিছু হটেছে। পালিয়ে যাওয়াই তাদের জন্যে সবচেয়ে ভালো সিদ্ধান্ত।

তিনি আরো বলেন, দখলদারদের কোন স্থান ইউক্রেনে নেই। কখনও হবেও না।

sarkar furniture Ad
Green House Ad