দেওয়ানগঞ্জ পৌরসভার নবাগত মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা

নবাগত পৌর মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপুকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দিচ্ছেন মালিক সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক ও সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক তোতা।ছবি:বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার নবাগত মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু ও কাউন্সিলরদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

পৌর বাজার ব্যবসায়ী মালিক সমিতির আয়োজনে ৬ সেপ্টেম্বর রাতে পৌর শহরের দেওয়ানগঞ্জ মডেল থানা চত্বরে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা।

মালিক সমিতির সহ-সভাপতি জয়দেব চন্দ্র সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন- নবাগত মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু, দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর, বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল চন্দ্র সাহা, স্থানীয় এমপি প্রতিনিধি বিকাশ কবীর এমরান, কাউন্সিলর নুরে আলম সিদ্দিকী জুয়েল, আব্দুল মান্নান মোল্লা, মাসুদ রানাসহ সকল কাউন্সিলর ও বাজার মালিক সমিতির নেতৃবৃন্দ।

পরে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

sarkar furniture Ad
Green House Ad