দেওয়ানগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সাথে ওসির মতবিনিময়

দেওয়ানগঞ্জ পৌর শহরে আজিজা রোজ বার্ড স্কুলে বক্তব্য রাখেন মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর।ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও সর্তক বার্তা দিয়েছেন দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর।

৭ সেপ্টেম্বর তিনি পৌর এলাকায় অবস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আজিজা রোজ বার্ড স্কুল, দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, রেলওয়ে উচ্চ বিদ্যালয় এবং দেওয়ানগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে গিয়ে শিক্ষার্থীদেরকে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান এবং ইভটিজিং, স্কুলের আশেপাশে বখাটেদের উৎপাত প্রতিরোধে পুলিশের ভূমিকা এবং ছাত্র-ছাত্রীদের করণীয় সম্পর্কে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

তিনি শিক্ষার্থীদের বলেন, যদি কোন বখাটে ছেলে স্কুল চলাকালে স্কুলের আশেপাশে অবস্থান করে ডিস্টার্ব করে ইভটিজিং করে তাহলে সাথে সাথে ওসির নাম্বারে কল দেওয়ার পরামর্শ দেন। এবং যে কোন সমস্যায় কল দেওয়ার জন্য তিনি ছাত্রছাত্রীদের কাছে তার ভিজিটিং কার্ড প্রদান করেন।

এ সময় সাংবাদিক ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন ।

sarkar furniture Ad
Green House Ad