কৃষকদলের সম্পাদকের উপর হামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ফরিদপুরে বিএনপির সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের উপর পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মী কর্তৃক হামলার অভিযোগে তুলে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা কৃষকদল। ৫ সেপ্টেম্বর সকালে ফুলবাড়িয়া পুরাতন ঈদগাহ মাঠের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে কৃষকদলের নেতাকর্মীরা। পরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে।
জেলা কৃষকদলের আহ্বায়ক মাজেদুল ইসলাম সাত্তারের সভাপতিত্বে ও সদস্য সচিব সালেহীন মাসুদ মাস্টারের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আনিসুর রহমান বিপ্লব, জেলা কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক মতিউর রহমান বাবলু, পৌর কৃষকদলের সদস্য সচিব আরিফুল ইসলাম সুজন প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, ফরিদপুরে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা বিনা উসকানিতে বিএনপিসহ অন্যান্য নেতাকর্মীদের উপর হামলা চালায়। হামলায় কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। তারা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।