ইসলামপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের ইসলামপুর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
৪ সেপ্টেম্বর সরকারি ইসলামপুর কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা শিক্ষা অফিস আয়োজিত ফাইনাল খেলার উদ্বোধন এবং খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান রুমানের সভাপতিত্বে এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল, পৌর মেয়র আব্দুল কাদের শেখ, সরকারি ইসলামপুর কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হাসান, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টাইব্রেকারে হারিয়ে সদর ইউনিয়নের গাওকুড়া জাবেদা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা গোল্ডকাপে পাথর্শী ইউনিয়নের হারিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টাইব্রেকারে হারিয়ে গোয়ালেরচর ইউনিয়নের দক্ষিণ মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
টুর্নামেন্টে উপজেলার ১৭৫টি বিদ্যালয় অংশ নেয়।