বকশীগঞ্জে এক হাজার পরিবারের মাঝে টিসিবির পণ্য বিতরণ

তালিকাভুক্ত পরিবারদের মাঝে টিসিবির পণ্য বিক্রি করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয়ের জন্য ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য ৪ সেপ্টেম্বর বিতরণ করা হয়েছে।

মেরুরচর ইউনিয়নের জব্বারগঞ্জ বাজারে এক হাজার পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রি করা হয়।

তালিকাভুক্ত প্রত্যেক পরিবারকে ৪০৫ টাকা মূল্যের প্যাকেজে সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল বিতরণ করা হয়।

মেরুরচর ইউনিয়ন পরিষদের সার্বিক তত্ত্বাবধানে টিসিবির পণ্য বিতরণ অনুষ্ঠানে এসময় মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক, ট্যাগ কর্মকর্তা মো. রাফিউজ্জামান, ইউপি সচিব সুলতান মাহমুদ, যুবলীগ নেতা আরিফুর রহমান বানু উপস্থিত ছিলেন।

sarkar furniture Ad
Green House Ad