নারায়ণগঞ্জে শাওন হত্যার প্রতিবাদে জামালপুরে বিএনপির প্রতিবাদ সমাবেশ

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: সারাদেশে সরকারদলীয় ও পুলিশের নগ্ন হামলা এবং নারায়ণগঞ্জে যুবদলনেতা শাওন আহাম্মেদকে পুলিশ কর্তৃক গুলি করে হত্যার অভিযোগে জামালপুরে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি।

৩ সেপ্টেম্বর দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

জেলা বিএনপির সহ-সভাপতি আইনজীবী ফজলুল হকের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক গোলাম রব্বানীর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি আনিসুর রহমান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন ও শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, গুম, খুন ও বিরোধীমনা নেতাকর্মীদের উপর হামলা এবং মামলা দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চাই এই সরকার। অবিলম্বে নারায়ণগঞ্জে যুবদলনেতা শাওন হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

sarkar furniture Ad
Green House Ad