জামালপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন এক যুবক

আব্দুল খালেক

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর শহরের ফিশারি মোড় এলাকায় (খেজুরতলা) সংলগ্ন স্থানের রেলক্রসিংয়ে আন্ত:নগর তিস্তা ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন সুপার স্টার ইলেকট্রনিক্স এক্সছরি গ্রুপের জামালপুরের ফিল্ড অফিসার আব্দুল খালেক। ৩১ আগস্ট আনুমানিক বিকেল ৩ টা ৫৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত আব্দুল খালেক বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার রায়ের নগর ইউনিয়নের পার রায়নগর গ্রামের পিতা মোহাম্মদ আলী ও মাতার মৃত খালেদা বেগমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ৩১ আগস্ট বিকেলে কোম্পানির কাজে মোটরসাইকেলযোগে শহরের ফিসারীপাড়া মোড় রেলক্রসিং পারাপারের সময় আন্ত:নগর তিস্তা ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি প্রায় এক বছর যাবত এ কোম্পারিতে চাকরি করে আসছেন।

সুপার স্টার গ্রুপের (লাইটিং) এর পরিবেশক আব্দুল হালিম জানান, ৩১ আগস্ট বিকেলে শহরের ফিসারি মোড় ক্রসিং পারাপারের সময় তিস্তা ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় আব্দুল খালেক। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।

পরবর্তীতে তার লাশ নিহতদের গ্রামের বাড়ি বগুড়া জেলায় পাঠানো হয়েছে। তিনি এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

sarkar furniture Ad
Green House Ad