ইসলামপুরে খোলা বাজারে ৩০ টাকা দরে চাল বিক্রি শুরু

ইসলামপুরে খোলা বাজারে ৩০ টাকা দরে চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের ইসলামপুর উপজেলায় খোলা বাজারে ৩০ টাকা দরে চাল বিক্রি শুরু হয়েছে। ওএমএস ও টিসিবির কার্যক্রম সমন্বয় সাধনের মাধ্যমে খোলা বাজারে খাদ্য শস্য বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি। ১ সেপ্টেম্বর পৌর এলাকার দরিয়াবাদ, ধর্মকুড়া বাজারে কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

পৌর শহরে নিয়োগকৃত এস এম জাকারিয়া মাহমুদ, হুসনি মোবারক উজ্জল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেদ, বিশু শেখ- এই চারজন ডিলারের মাধ্যমে প্রতিদিন নির্ধারিত চারটি স্থান থেকে ৮ মেট্রিক টন চাল ১ হাজার ৬শ পরিবারের মাঝে বিতরণ করা হবে। প্রতি ডিলারের কাছ থেকে মাথাপিছু সর্বোচ্চ ৫ কেজি চাল ৩০ টাকা দরে সপ্তাহে ৫ দিন ক্রয় করতে পারবেন সুবিধাভোগীরা।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. তানভীর হাসান রুমানের সভাপতিত্বে এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান জামান আব্দুন নাসের বাবুল, পৌর মেয়র আব্দুল কাদের শেখ, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাহিনা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।

sarkar furniture Ad
Green House Ad