
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ব্যাপক কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৩১ আগস্ট জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত দিনব্যাপী কর্মশালায় জেলা প্রশাসক শ্রাবস্তী রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম খান, পৌর মেয়র মো. ছানোয়ার হোসেন ছানু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরকার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ।

এ সময় বক্তারা, জামালপুরে মাদকের অপব্যবহার ও আগ্রাসন রোধে সকল শ্রেণি-পেশার মানুষদের স্ব স্ব অবস্থান থেকে সোচ্চার ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেন। এছাড়াও নিজের পরিবারের সন্তান ও পরিচিতদের স্বাভাবিক আচার-আচরণে পরিবর্তন দেখা দিচ্ছে কিনা সেদিকেও মনোযোগী হতে বলা হয়। পরিবারের মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি করতে হবে।
দিনব্যাপী কর্মশালায় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিক, সুধী-সমাজের ব্যক্তিবর্গসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত থেকে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মপরিকল্পনা প্রণয়ন করেন।