জামালপুরে নাগরিক শিক্ষা সংক্রান্ত প্রচারাভিযান

প্রচারাভিযান ও শোভাযাত্রায় অংশ নেয় জরিনা মিয়ার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: মঞ্জুরুল হক

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর সদর উপজেলায় আইনী কাঠামোর ওপর নাগরিক অধিকার ও দায়িত্ব সংক্রান্ত নাগরিক শিক্ষার লক্ষে ছাত্র-ছাত্রীদের মাঝে প্রচারাভিযান ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগস্ট দুপুরে জামালপুর শহরের সফির মিয়া বাজার সংলগ্ন জরিনা মিয়ার উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এ প্রচারাভিযান ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

জরিনা মিয়ার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছামিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি মোছা. সেলিনা পারভীন কাকলী।

পিপিজে জামালপুরের ফিল্ড অফিসার মো. আশরাফুল ইসলামের সঞ্চালনায় লিগ্যাল এইডের আইনগত সহায়তা আলোচনা সভায় বক্তব্য দেন, পিপিজে’র ইসলামপুর উপজেলার ফিল্ড অফিসার আব্দুল মোতালেব প্রমুখ।

লিগ্যাল এইড কমিটি ও অপরাজেয় বাংলাদেশ জামালপুরের যৌথ উদ্যোগে আয়োজিত প্রচারাভিযানে জরিনা মিয়ার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রায় দেড়শ শিক্ষার্থী অংশ নেয়। এ ছাড়া প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকগণও লিগ্যাল এইডের আইনগত সহায়তা আলোচনা সভায় উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের মাঝে আইনী সহায়তা বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তরও দেওয়া হয়।

sarkar furniture Ad
Green House Ad