দেওয়ানগঞ্জে নবনির্বাচিত মেয়রের দায়িত্ব গ্রহণ

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু ও কাউন্সিলরদের দায়িত্বভার গ্রহণ এবং সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগস্ট সকালে পৌরসভার আয়োজনে পৌর হল রুমে দায়িত্ব হস্তান্তর করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা।
পরে পৌরসভা চত্বরে নবনির্বাচিত মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপুর সভাপতিত্বে স্বাগতিক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা।
স্থানীয় এমপির ব্যক্তিগত সহকারী বিকাশ কবীর ইমরানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, খাইরুল ইসলাম, বাবু জিতেন্দ্র চন্দ্র, অধ্যাপক শাহজাহান আকন্দ, কাউন্সিলর নূরে আলম সিদ্দিকী জুয়েল, আব্দুর ছালাম খন্দকার (খোকা)সহ নব-নির্বাচিত কাউন্সিলররা।
অন্যান্যের মধ্যে ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এর আগে নব-নির্বাচিত মেয়রকে কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে লাল-গালিচা সংবর্ধনা দেওয়া হয়।