শেরপুরে কিশোরীদের কারাতে প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

সফলভাবে কারাতে প্রশিক্ষণ কোর্স সম্পন্নকারীদের সনদপত্র প্রদান করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরে কিশোরীদের আত্মরক্ষামূলক দক্ষতা উন্নয়নে অনুষ্ঠিত তিনমাস মেয়াদী সোতোকান কারাতে প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে। ২৮ আগস্ট দুপুরে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের ইনডোরে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত।

শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে মহিলা পরিষদ নেত্রী আইরীন পারভীন, শিক্ষক আবু তারেক, অভিভাবক লায়লা আর্জুমান, প্রশিক্ষক সানোয়ার হোসেন, প্রশিক্ষণার্থী তরী রাণী রায় প্রমুখ বক্তব্য রাখেন।

শিক্ষার্থীরা কারাতে প্রশিক্ষণে অংশ নেয়। ছবি: বাংলারচিঠিডটকম

নাগরিক প্ল্যাটফর্ম জনউদ্যোগ শেরপুর কমিটি, জেলা প্রশাসন, আইইডি এবং জেলা ক্রীড়া সংস্থার সহায়তায় সপ্তাহে ৪ দিন করে এ সোতোকান কারাতে প্রশিক্ষণের আয়োজন করে। এতে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৩ জন শিক্ষার্থী সফলভাবে প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করায় তাদেরকে সনদপত্র প্রদান করা হয়।

এতে প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সোতোকান ব্ল্যাক বেল্ট ড্যান-ওয়ান ছানোয়ার হোসেন।

sarkar furniture Ad
Green House Ad