শপথ নিলেন দেওয়ানগঞ্জ পৌর মেয়র ও কাউন্সিলররা

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র শেখ মুহাম্মদ নুরুন্নবী অপু ও কাউন্সিলররা শপথ নিয়েছেন।
২৮ আগস্ট ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সভাকক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস।
নির্বাচিত কাউন্সিলররা হলেন- নূরে আলম সিদ্দিকী জুয়েল, ফরহাদ হোসেন, এস এম কানন, আব্দুস সালাম খোকা, মহসিন আলী বিপ্লব, মাসুদুর রহমান, আমিনুল ইসলাম, ওয়াসিম আলী, আব্দুল মান্নান মোল্লা, শাহিনা আক্তার, মেজুমা বেগম ও রেনু আক্তার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দেওয়ানগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রফিকুল ইসলাম, সাবেক কমান্ডার খাইরুল ইসলাম, অধ্যাপক শাজাহান আকন্দ, ব্যবসায়ী শ্যামল চন্দ্র শাহা, পূজা উদযাপন পরিষদের সভাপতি জীতেন্দ্র মোহন চন্দ্র, দেওয়ানগঞ্জ প্রেসক্লাব ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ, জামালপুর-১ আসনের সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী বিকাশ কবির ইমরানসহ দলীয় রাজনৈতিক নেতা-কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।