‘পদত্যাগ’ ইস্যুতে বিব্রত ডোমিঙ্গো

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো পদত্যাগ করেছেন বলে বেশ কিছু গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে পদত্যাগ প্রতিবেদনের ধরন নিয়ে ডোমিঙ্গো বিব্রত বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন শীর্ষ কর্মকর্তা।

গুঞ্জন আছে বর্তমানে দক্ষিণ আফ্রিকায় নিজ বাড়িতে অবস্থান করা ডোমিঙ্গো বাংলাদেশের টি-টোয়েন্টি দলের কোচিং প্যানেল থেকে অপসারণের পর পদত্যাগপত্র জমা দিয়েছেন।

আজ বিসিবির প্রধান নির্বাহি নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘আমি রাসেলের সাথে কথা বলেছি এবং আমরা বিস্তারিত আলোচনা করেছি। গণমাধ্যমে এমন বিষয় আসায় বিব্রত বোধ করেছেন ডোমিঙ্গো।’

চৌধুরি আরও বলেন, ‘তিনি বলেছেন, বিব্রতবোধ করেছেন ডোমিঙ্গো। আমার মাধ্যমে ডোমিঙ্গো আপনাদের (গণমাধ্যম) অনুরোধ করেছেন বিষয়টি এভাবে তুলে না ধরতে। তার এবং আমাদের মধ্যে সম্পর্ক কর্মচারী এবং নিয়োগকর্তা। তাই কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। ভুল বোঝাবুঝি এড়াতে আমি দীর্ঘ সময় তার সাথে কথা বলেছি। আপনাদের (গণমাধ্যম) এবং তার মধ্যে যোগাযোগে কিছু ভুল থাকতে পারে। আসল বিষয় হল পদত্যাগ করেননি ডোমিঙ্গো।’

বিসিবির কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন ডোমিঙ্গো।

টেলিফোনে আজ বাংলাদেশের গণমাধ্যমকে ডোমিঙ্গো বলেন, ‘আমি পদত্যাগ পত্র দিয়েছি, এটি ঠিক নয়। আমার চুক্তির মেয়াদ ২০২৩ সালের নভেম্বরে শেষ হবে এবং আমি ততক্ষণ পর্যন্ত বোর্ডের সাথে চুক্তিবদ্ধ।’

সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের টেকনিক্যাল পরামর্শক হিসেবে ভারতের শ্রীধরন শ্রীরামকে নিয়োগ দিয়েছে বিসিবি। শ্রীরামের নিয়োগের পর টি-টোয়েন্টি কোচিং সেট আপ থেকে ডোমিঙ্গোকে সরিয়ে দেয় বিসিবি।

তবে বাংলাদেশের টি-টোয়েন্টি ফরম্যাট থেকে সরিয়ে দেয়ার সিদ্বান্তে ক্ষুব্ধ হননি ডোমিঙ্গো। তাকে আরো বেশি সময় নিয়ে টেস্ট এবং ওয়ানডে দুই ফরম্যাটে ভালোভাবে ফোকাস করতে বলা হয়েছে।

ডোমিঙ্গো বলেন, ‘আমি মনে করি, এটি একটি ভাল ধারনা। এটি আমাকে টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটে ভালোভাবে ফোকাসের সুযোগ দিয়েছে। টি-টোয়েন্টিতে আমাদের কিছু ভালো ফল হয়েছে, আবার খারাপ ফল হয়েছে। আমি মনে করি না, টি-টোয়েন্টিতে নতুন পরিকল্পনা করা এটা কোন খারাপ ধারণা।’

sarkar furniture Ad
Green House Ad