দেওয়ানগঞ্জে সচেতনামূলক সভা অনুষ্ঠিত

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং, সাইবার ক্রাইম বিষয়ক সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি গণগ্রন্থাগারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জামালপুর-১ আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন, সহকারী কমিশনার (ভূমি) অহনা জিন্নাত, পৌর মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু, মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভার.) আবুবক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান মো. ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিপিসহ বীরমুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে উপজেলার বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় করেন সংসদ সদস্য। এর পূর্বে তিনি উপজেলা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।