মালয়েশিয়ায় নতুন ২৭৯৮ জন করোনা আক্রান্ত, ৬ জনের মৃত্যু

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মালয়েশিয়ায় ২০ আগস্ট মধ্যরাত পর্যন্ত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত আরো ২ হাজার ৭৯৮ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ লাখ ৫৫ হাজার ২৮৮ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নতুন আক্রান্তদের মধ্যে ৫ জন দেশের বাইরে থেকে সংক্রমিত হয়েছেন। দেশে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৭৯৩ জন। এ সময়ে ৬ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ১৩৬ জন।

মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হয়, ৪ হাজার ৬৬৯ জন করোনমুক্ত হয়েছে। মোট করোনামুক্তদের সংখ্যা ৪৬ লাখ ৭৮ হাজার ২৬২ জন। আক্রান্তদের মধ্যে ৪০ হাজার ৮৯০ জনের চিকিৎসা দেয়া হচ্ছে, তাদের ৬৫ জন ইনটেনসিভ কেয়ারে চিকিৎসাধীন, ৩৯ জনকে অক্সিজেন সহায়তা দেয়া হচ্ছে।

sarkar furniture Ad
Green House Ad