বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদারের ২৩তম মৃত্যুবার্ষিকী পালিত

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সাবেক মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী প্রয়াত ব্যারিষ্টার আব্দুস সালাম তালুকদারের ২৩তম মৃত্যুবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে।
২০ আগস্ট বিকালে পিংনা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নাজমুল হাসান নাজুর বাড়িতে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
পিংনা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য নূরে আলম সিদ্দিক বাবুর পরিচালনায় এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নাজমুল হাসান নাজু।
এতে ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সচিব আবু হানিফ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি ময়নাল হোসেন, সাধারণ সম্পাদক হযরত আলী, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আনোয়ার সাজ্জাদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তমাল হোসেন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, থানা ছাত্রদলের সদস্য আলমগীর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে কাঙ্গালি ভোজে রান্না করা খাবার বিতরণ করা হয়।
উল্লেখ্য, ১৯৯৯ সালের ২০ আগস্ট হার্টের বাইপাস সার্জারি করানোর উদ্দেশ্যে সিঙ্গাপুর নেওয়ার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন ব্যারিষ্টার আব্দুস সালাম তালুকদার।