দেওয়ানগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১৯ আগস্ট সকালে উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে জাতীয় দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সকালে সাবেক এমপি এম রশিদ্দুজ্জামান মিল্লাতের বাস ভবন থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে দলীয় কার্যালয় শেষ হয়।

পরে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সদস্য সচিব মাজেদুল ইসলাম বাদলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুর রশীদ, পৌর বিএনপি’র আহ্বায়ক মঞ্জুরুল হক মঞ্জু, আলাউদ্দিন আলমামুন, উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুর রাজ্জাক, কৃষকদলের সভাপতি জাকিউল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক দেওয়ান আলতাফ হোসেন, সদস্য সচিব রাকিবুল হাসান, পৌর বিএনপি সদস্য সচিব আতিকুর রহমান সাজু, পৌর স্বেচ্ছাসেবকের আহ্বায়ক শাহীন মাহামুদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌফিকুল ইসলাম মনিরুজ্জামান, আফরোজ হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক বিপ্লব মন্ডল।
অনুষ্ঠান শেষে শহীদ জিয়ার আত্মার মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল এবং তবারক বিতরণ করা হয়।