নাইম-সাব্বিরের ব্যাটে ইন্ডিজের বিপক্ষে জিতলো বাংলাদেশ ‘এ’ দল

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ প্রথম ওয়ানডেতে ব্যাটারদের চরম ব্যর্থতায় ৮০ রানে অলআউট হয়ে ওয়েস্ট ইন্ডিজ কাছে হেরেছিলো বাংলাদেশ ‘এ’ দল। তবে দ্বিতীয় ওয়ানডেতে ওপেনার মোহাম্মদ নাইমের সেঞ্চুরি ও সাব্বির রহমানের মারমুখী হাফ-সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৪ রানের জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল।

এই জয়ে তিন ম্যাচের আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজে ১-১ সমতা আনলো বাংলাদেশ। প্রথম ওয়ানডে ৬ উইকেটে জিতেছিলো ওয়েস্ট ইন্ডিজ।

সেন্ট লুসিয়ায় টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ ‘এ’ দল। প্রথম ম্যাচে ১৫ রান করা ওপেনার সৌম্য সরকার এবার ৬ রানের বেশি করতে পারেননি। তিন নম্বরে নামা সাইফ হাসান ১৯ রানে থামেন। তবে ব্যাট হাতে অবিচল ছিলেন নাইম। আগের ম্যাচে শূন্য করা নাইম, এবার লিস্ট ‘এ’ ক্রিকেটে ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন।

সেঞ্চুরির পরই থামেন নাইম। ১১৬ বল খেলে ১৪টি চার ও ১টি ছক্কায় ১০৩ রান করেন তিনি। তৃতীয় উইকেটে অধিনায়ক মোহাম্মদ মিঠুনের সাথে ৯৩ রান যোগ করেন নাইম।

নাইমের আউটের পর মিঠুন ২৮ ও শাহাদাত হোসেন ২৪ রান করেন। তবে শেষদিকে ব্যাট হাতে ৫৮ বলে ৬২ রানের মারমুখী ইনিংস খেলেন সাব্বির। এতে ৫০ ওভারে ৬ উইকেটে ২৭৭ রান পায় বাংলাদেশ। ৫০ বলে হাফ-সেঞ্চুরি করা সাব্বিরের ইনিংসে ৬টি চার ও ১টি ছক্কা ছিলো।

২৭৮ রানের টার্গেটে শুরুটা দারুন করেছিলো ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। ৯৪ রানের সূচনার পর ২ উইকেট ১৫৫ রান তুলেছিলো তারা। এরপর বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৫০ ওভার খেলে ৯ উইকেটে ২৩৩ রানের বেশি করতে পারেনি ক্যারিবীয়রা।

দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন অধিনায়ক জসুয়া ডা সিলভা। বাংলাদেশের মুকিদুল ইসলাম ৩টি, রেজাউর রহমান রাজা ২টি, খালেদ-রাকিবুল ও সৌম্য ১টি করে উইকেট নেন।

আগামীকাল একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।

sarkar furniture Ad
Green House Ad