বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনকারীকে তিন মাসের কারাদণ্ড!

ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত মো. পলাশ মিয়া। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মাদক সেবন করার অপরাধে এক মাদক সেবনকারীকে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত ওই মাদক সেবনকারীর নাম মো. পলাশ মিয়া (৩৮)। তিনি বকশীগঞ্জ পৌর শহরের পুরাতন গরুহাটি এলাকার মোশারফ হোসেনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী এ দণ্ডাদেশ দেন।

জানা গেছে, ১৭ আগস্ট সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা পুরাতন গরুহাটি এলাকায় অভিযান চালান। অভিযানে হিরোইন সেবন করার সময় হাতে হাতে নাতে ধরা পড়ে মো. পলাশ মিয়া।

এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পলাশ মিয়াকে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন। এক হাজার টাকা অনাদায়ে তাঁকে আরও সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়।

sarkar furniture Ad
Green House Ad