উত্তরায় গার্ডারচাপায় নিহতদের স্বজনদের সাথে ধর্ম প্রতিমন্ত্রীর সাক্ষাৎ, শোক প্রকাশ

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান ১৬ আগস্ট দুপুরে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে রাজধানীর উত্তরায় গার্ডারচাপায় নিহত ৫ ব্যক্তির পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

প্রতিমন্ত্রী নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্থানীয় পুলিশ প্রশাসনের সহায়তায় নিহত ব্যক্তিদের ময়নাতদন্তসহ আনুসাঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করে লাশ দাফনের জন্যে নিজ নিজ বাড়িতে পৌছানোর ব্যবস্থা নেন।

ধর্ম প্রতিমন্ত্রী লাশ পরিবহন ও অন্যান্য ব্যয় মিটানোর জন্যে নিহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক অনুদানও দেন।

এ সময় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের হাসপাতালের অধ্যক্ষ ডা. এ বি এম মাকসুদুল আলম এবং পরিচালক প্রফেসর ডা. মো. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ রোডে ক্রেন হেলে গার্ডারের চাপায় প্রাইভেটকারের যাত্রীদের নিহত ও রাজধানীর পুরান ঢাকার চকবাজারের অগ্নিকাণ্ডে হতাহতদের বাড়ি জামালপুর এবং অন্যজনের বাড়ি মেহেরপুর জেলায়।

sarkar furniture Ad
Green House Ad