মাদারগঞ্জে শোকাবহ ১৫ আগস্ট পালিত

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওবায়দুর রহমান বেলাল। ছবি: বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।

ভোরে উপজেলা আওয়ামী লীগ কালো পতাকা উত্তোলন, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনামিত করে। পরে অফিস চত্বরে এক আলোচনা সভা ও দোয়া মহফিল ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এদিকে মাদারগঞ্জ উপজেলা প্রশাসন শোক দিবস উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওবায়দুর রহমান বেলাল, ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল হক, বিআরডিবি চেয়ারম্যান অরুণ কুমার সাহা প্রমুখ।

পরে চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

sarkar furniture Ad
Green House Ad