বাহাদুরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালন

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
১৫ আগস্ট সকালে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইউনিয়ন পরিষদে জাতীয় পতাকা অর্ধনমিত, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও ইউনিয়নের বিভিন্ন পেশাজীবী অংশ নেয়।
আলোচনা সভা শেষে বিশেষ দোয়া মাহফিল ও তবারক বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হয়।