দেওয়ানগঞ্জে প্রতিপক্ষের হামলায় ২ ভাই নিহত

বিল্লাল হোসেন মন্ডল,  দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে প্রতিপক্ষের হামলায় সহোদর দুই ভাই সোলায়মান হক (৪০) ও হবিবর রহমান (৩৮) নিহত হয়েছে।

১৪ আগস্ট সকালে উপজেলার সদর ইউনিয়নের তিলকপুর কাউনের চর গ্রামে এ ঘটনা ঘটে।

সোলায়মান হক ও হবিবর রহমান তিলকপুর কাউনের চর গ্রামের মৃত সওদাগর আলীর ছেলে।

দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল চন্দ্র ধর জানান, ১৪ আগস্ট বেলা ১১টার দিকে পূর্ব শক্রতার জের ধরে ওই গ্রামের দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। সংঘর্ষে সোলায়মান হক ও হবিবর রহমান নিহত হন। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য ১০ নারী-পুরুষকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে।

sarkar furniture Ad
Green House Ad