শরিফপুরে অপহরণকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরে এক নারী এনজিও কর্মীকে অপহরণ, নির্যাতন ও হত্যাচেষ্টার সাথে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী। ১২ আগস্ট বিকেলে জামালপুর সদর উপজেলার শরিফপুর বাজারে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীর আয়োজন করা হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে আনিস মিলিটারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, মিল্টন আকন্দ, সোহেল রানাসহ অন্যান্যরা।
এ সময় বক্তারা বলেন, বেসরকারী সংস্থা উন্নয়ন সংঘের নারী কর্মী জুয়াইরিয়া নিপাকে গত শুক্রবার অপহরণ করা হয়। অপহরণের ছয়দিন পর নেত্রকোণা থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়। নিপাকে অপহরণকারী মামুন ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
পরে বিক্ষোভ মিছিল বের করে স্থানীয়রা।