বকশীগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

ওসি মুহাম্মদ তরিকুল ইসলামকে পুরস্কৃত করেন পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ।ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জেলায় শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন।

৭ আগস্ট জামালপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জুলাই মাসের সার্বিক কর্মকাণ্ড বিবেচনা করে তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে ঘোষণা করেন জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ।

পরে জেলা পুলিশের পক্ষ থেকে শ্রেষ্ঠ ওসি মনোনীত মুহাম্মদ তরিকুল ইসলামকে পুরস্কৃত করেন পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ। এসময় জেলা পুলিশের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তা ও বিভিন্ন থানার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় বকশীগঞ্জ উপজেলার সুধীমহল ওসি তরিকুল ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

sarkar furniture Ad
Green House Ad