জামালপুরে জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আনার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: সারাদেশে জালানী তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ও যানবাহনের ভাড়া সহনীয় পর্যায়ে আনা এবং ধর্ষক, অপহরণকারী, নারী ও শিশু নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জামালপুর জেলা নাগরিক কমিটি, হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক ও সম্মিলিত সামাজিক আন্দোলন যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উল্লেখিত সংগঠনগুলোর সভাপতি জাহাঙ্গীর সেলিম।

৯ আগস্ট সকালে শহরের দয়াময়ী চত্বরে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা কমিটির উপদেষ্টা আমির উদ্দিন, জেলা নাগরিক কমিটির সদস্য আনসারী সুমন, সচেতন নাগরিক কমিটির সভাপতি অজয় কুমার পাল ও ভাষা সৈনিক মতি মিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্বাধীন, হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক জামালপুর জেলা কমিটির সদস্য ও উন্নয়ন সংঘের সহকারী পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, সদস্য সচিব আরজু আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সুমন মাহমুদ।

এসময় বক্তারা জালানী তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম অচিরেই কমানো এবং সারাদেশে ধর্ষক, অপহরণকারী, নারী ও শিশু নির্যাতনকারীদের দ্রুত আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান। বক্তারা জনরোষ সৃষ্টির আগেই নাগরিকদের কথা বিবেচনা করে এবং চলমান উন্নয়ন কার্যক্রম গতিশীল রাখতে মূল্যবৃদ্ধি প্রত্যাহারের আহ্বান জানান।