মেলান্দহে ইয়াবাসহ একজন আটক

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহে ইয়াবাসহ মো. লেবু মিয়া (৩২) নামে একজনকে মাদকসহ আটক করেছে পুলিশ। আটকৃত লেবু মিয়া উপজেলার আদ্রা ইউনিয়নের থুরী গ্রামের সিরাজুল ব্যাপারির ছেলে। ৭ আগস্ট রাতে উপজেলার হাজরাবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। এর প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে ৭ আগস্ট রাত ৮টার দিকে মেলান্দহ থানার উপ-পরিদর্শক মো. ফয়জুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ হাজরাবাড়ি এলাকা থেকে তাকে ইয়াবাসহ হাতেনাতে আটক করে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে। গতরাতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। আসামিকে আইনী প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

sarkar furniture Ad
Green House Ad