রশিদপুর ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স ভবনের উদ্বোধন

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মো. ফজলুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও নামফলকের উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন সিআইপি।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মঞ্জুর রাফি আকন্দ, উপজেলা প্রকৌশলী রমজান আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বিএসসি, ইউনিয়ন পরিষদের সচিব ফজলুল করিম, প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন, আশিক ইকবাল শ্যামল, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শাকিল প্রমুখ।
জানা যায়, ১ কোটি ৮ লাখ ৩৫ হাজার ৩২০ টাকা ব্যয়ে রশিদপুর ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স ভবনটির বাস্তবায়ন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জামালপুর সদর (এলজিইডি)।