জাতীয় পার্টিতে যোগদান করলেন সাবেক পুলিশ সুপার নেওয়াজি

জাতীয় পার্টর চেয়ারম্যান জি এম কাদের কে ফুলের তোড়া দিয়ে যোগদান করছেন সাবেক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এস এ নেওয়াজি প্রবাল (পিপিএম বার)।ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জাতীয় পার্টিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন, জামালপুরের দেওয়ানগঞ্জের সাবেক বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এস এ নেওয়াজি প্রবাল (পিপিএম বার)। সোমবার সকালে তিনি ঢাকা কেন্দ্রীয় জাতীয় পার্টি দলীয় কার্যালয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে যোগদান করেন।

জানা গেছে, এক সময়ে অপরাধীদের কাছে আতংক আলোচিত পুলিশ কর্মকর্তা এস এ নেওয়াজি কম্বোডিয়া ও হাইতিতে জাতিসংঘ বাহিনীতে দায়িত্ব পালনে কৃতিত্ব দেখিয়েছেন। ভূষিত হয়েছেন দুবার জাতিসংঘ পদক, দুবার রাষ্ট্রপতি পুলিশ পদক, আইজিপি পদক ছাড়াও অনেক অনেক পদক প্রাপ্ত। এ নেওয়াজি প্রবাল জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর শহরের কালিকাপুর গ্রামের এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারের সন্তান।

যোগদানের সময় উপস্থিত ছিলেন পার্টির ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তফা আল মাহামুদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, দেওয়ানগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সেলিম রেজা, হযরত আলী, সাধারণ সম্পাদক শরীফ মিয়া, আতিকুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক তোতা, যুবসংহতির সভাপতি রানা ও সাধারণ সম্পাদক হারিছ।

sarkar furniture Ad
Green House Ad