দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের কর্মী সমাবেশ

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : আসন্ন দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুলাই দুপুরে উপজেলার সদর ইউনিয়নের গামারিয়া প্রস্তাবিত কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।
উপজেলা আওয়ামী লীগের (ভার.) সভাপতি আবুবক্কর সিদ্দিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি, ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খাঁন দুলাল এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, পৌর নির্বাচনের দলীয় প্রার্থী ফারীন হোসেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ.ব.ম জাফর ইকবাল জাফু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাঈম রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক আনিছুর রহমান, সদস্য ইস্তিয়াক হোসেন দিদারসহ উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।