দেশে করোনায় ২ জনের মৃত্যু, শনাক্তের হার ৮.৩৬ শতাংশ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ জন মারা গেছেন। আগের দিনে এই রোগে মারা গিয়েছিল ৬ জন। এ সময়ে সংক্রমণ কমেছে ১ দশমিক ৪৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২২ জুলাই এসব তথ্য জানা গেছে।

এতে আরও বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ২৫৮ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। বুধবার করোনায় শনাক্তের হার ছিল ৯ দশমিক ৮১ শতাংশ। আজ তা কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৬ শতাংশে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পর্যন্ত ১ কোটি ৪৫ লাখ ৪৫ হাজার ৪৫২ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৮৯৯ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৪১৯ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৬২০ জন। আগের দিন ৯ হাজার ১০ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৮৮৪ জন।

দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩৩ হাজার ২৫৯ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৬২ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৬ দশমিক ৫৬ শতাংশ।

এদিকে রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৮০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৮২ জন। শনাক্তের হার ৪ দশমিক ৩৫ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৭ দশমিক ০৫ শতাংশ।

sarkar furniture Ad
Green House Ad