দেশে করোনায় ৮ জনের মৃত্যু, শনাক্তের হার ৯.৬৬ শতাংশ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮ জন মারা গেছেন। আগের দিনে এই রোগে মারা গিয়েছিল ৭ জন। এ সময়ে সংক্রমণ কমেছে দশমিক ১০ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর ১৯ জুলােই এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে।

এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ২৪৯ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। রোববার করোনায় শনাক্তের হার ছিল ৯ দশমিক ৭৭ শতাংশ। আজ তা কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৬৬ শতাংশে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৯৭৪ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৭২ জন। আগের দিন ১০ হাজার ৯৭৪ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ১ হাজার ৭২ জন।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৫ লাখ ১৯ হাজার ৯৭৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৯৮ হাজার ২৯১ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ দশমিক ৭৬ শতাংশ।

দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬৯৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ২৮ হাজার ৬৫০ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৫১ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৬ দশমিক ৪৭ শতাংশ।

এদিকে রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ২৮১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৪২০ জন। শনাক্তের হার ৭ দশমিক ৯৫ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৭ দশমিক ৬৮ শতাংশ।

sarkar furniture Ad
Green House Ad