জামালপুর ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের মাসিক সভা

জামালপুর ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের মাসিক সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরে বৃটিশ কাউন্সিল পিফরডি প্রজেক্টের ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ) এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ জুলাই বিকাল সাড়ে ৩টায় জামালপুর ডিস্ট্রিক পলিসি ফোরামের আয়োজনে উন্নয়ন সংঘ ডেভেলপমেন্ট ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টারে মাসিক সভা অনুষ্ঠিত হয়।

জামালপুর ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের মাসিক সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

ডিপিএফ সভাপতি শামিমা খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহসভাপতি সাযযাদ আনছারি, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিষ্টার, ডিস্ট্রিট ফ্যাসিলিটেটর শফিকুজ্জামান, তানভীর আহমেদ হীরা, মাহবুবুর রহমান জিলানী, এনামুল হক, সাজেদা পারভিন ঝিনুক, নাসরিন আক্তার প্রমুখ।

মাসিক সভায় গত মাসের কার্যবিবরণী নিয়ে আলোকপাত করা হয়। এছাড়া চলতি মাসে জাতীয় কমিটির তিনটি সভা রয়েছে সেই কমিটির সদস্যদের অবহিত করে তাদের তথ্য উপাত্ত নিয়ে ন্যাশনাল কমিটির সভায় সময় মত অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে সভা সমাপ্তি ঘোষণা করা হয়।

sarkar furniture Ad
Green House Ad