সরিষাবাড়ীতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

সরিষাবাড়ীতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এসএসসি ’৯৬ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১১ জুলাই সকালে বাউসী বাঙ্গালী হাইস্কুল এন্ড কলেজের হল মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

বাউসি বাঙ্গালী হাইস্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক বাহাদুর আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মনির উদ্দিন।

এতে বক্তব্য বক্তব্য রাখেন, বাউসি বাঙ্গালী হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, সহকারী শিক্ষক রবিউল ইসলাম, সাবেক শিক্ষক তোফাজ্জল হোসেন, নুরুল ইসলাম, আব্দুল কাদের, সাবেক ছাত্র শেফুল ইসলাম, আনোয়ার হোসেন, জিয়াউল হক প্রমুখ।

অনুষ্ঠান শেষে সাবেক শিক্ষক ও অতিথিদের মাঝে একটি করে জায়নামাজ তুলে দেন সাবেক ছাত্ররা।

sarkar furniture Ad
Green House Ad