মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ্, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। ৮ জুলাই বিকেলে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী মো. কামরুজ্জামান।

ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা মো. শাহ্ জামালের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম মিঞা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার জাহাঙ্গীর আলম বাবু, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.এম. মায়নুল ইসলাম, হাজরাবাড়ি সিরাজুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল আজিজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিন্নাহ, পৌর আওয়ামীলীগের সভাপতি প্রখ্যাত নাট্যকার আসাদুল্লাহ ফারাজী।

ইউনিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি ফরিদুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- ন্যাপ সভাপতি ও সংবাদ সারাবেলার প্রতিনিধি আলমগীর আহম্মেদ শাহজাহান, ভোরের কাগজের প্রবীণ সাংবাদিক রেজাউল করিম লেবু, মেলান্দহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, আদ্রা আ. মান্নান উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ফরহাদ হোসেন প্রমুখ।

sarkar furniture Ad
Green House Ad