শ্রীবর্দীতে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদসহ গ্রেপ্তার ১

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম : শেরপুরের শ্রীবর্দীতে ৮ জুলাই দুপুরে অভিযান পরিচালনা করে বিদেশী মদসহ একজন মাদক ব্যবসায়ীকে গেপ্তার করেছেন র‌্যাব-১৪ এর সদস্যরা।

মাদক ব্যবসায়ীর নাম মো. সাইফুল ইসলাম (২০)। তিনি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজারিকুড়া গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে।

র‌্যাবের জামালপুর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ৮ জুলাই দুপুর সোয়া একটার দিকে শেরপুরের শ্রীবর্দী উপজেলার কালীবাড়ি বাজার-বাজিতখিলা সড়কের চৈতাজানী জামে মসজিদের সামনে পাঁকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী মো. সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ৯৩ বোতল বিদেশী মদ ও একটি মোবাইল সেট (সীমসহ) উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, আসামির বিরুদ্ধে শ্রীবর্দী থানায় মামলা দায়ের করা হয়েছে।

sarkar furniture Ad
Green House Ad