জামালপুরে দরিদ্রদের মাঝে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ

দরিদ্রদের মাঝে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যে সম্প্রতি প্রতিষ্ঠিত জামালপুর পৌরসভার দেউরপাড় চন্দ্রা সুরপাড়ায় স্বপ্ন সংস্থার উদ্যোগে এলাকার দরিদ্রদের মাঝে নতুন পোষাক ও ঈদ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম।

সামগ্রী বিতরণ শেষে মোনাজাত করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

উন্নয়ন সংঘের চাইল্ড সিটিতে বিতরণ কার্যক্রমের সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বপ্ন সংস্থার সভাপতি জসিম উদ্দিন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ডা. আনসার আলী, আবুল হাসেম খান, লেবু খানসহ সংস্থার ২৫ জন সদস্য।

এলাকার বিধবা, প্রতিবন্ধী, অতিদরিদ্র পরিবারসহ ১২০ জনের মাঝে শাড়ি, চাল, ডাল, সেমাই, চিনি, তেল বিতরণ করা হয়।

দরিদ্রদের মাঝে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জানা যায়, জামালপুর পৌরসভার মেয়র, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ এলাকার বিত্তবান ও দানশীল ব্যক্তিদের অনুদানের টাকায় স্বপ্ন সংস্থার সদস্যরা পণ্যসামগ্রী কিনে সুষ্ঠুভাবে বিতরণ কাজ সম্পন্ন করে।

ঈদ সামগ্রী পেয়ে প্রতিটি পরিবার সন্তোষ প্রকাশ করেন। শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে স্বপ্ন সংস্থা, দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং মানব জাতির কল্যাণ কামনা করা হয়।

sarkar furniture Ad
Green House Ad