ইসলামপুরে যুব মহিলালীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে যুব মহিলালীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলায় যুব মহিলালীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

৬ জুলাই সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শোভাযাত্রা ও আলোচনা সভা ও সন্ধ্যা ৭টায় কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

উপজেলা যুব মহিলা লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পৌর মেয়র আব্দুর কাদের শেখ।

উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আবিদা সুলতানা যুঁথীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ডা. শফিকুর রহমান শিবলী, মহিলা বিষয়ক সম্পাদক শাহিদা পারভীন লিপি, উপ-দপ্তর বিষয়ক সম্পাদক অংকন কর্মকার, জেলা যুব মহিলা লীগের সভাপতি ফারাহানা সোমা, সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমি, শহর আওয়ামী লীগের সভাপতি নারায়ণ কর্মকার প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাজনীন আক্তার পলি।

sarkar furniture Ad
Green House Ad