বকশীগঞ্জের সাধুরপাড়ায় পবিত্র ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হতদরিদ্র পরিবারের মাঝে ৫ জুলাই ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দকৃত এবং সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সহযোগিতায় চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা ।
এসময় এসিল্যান্ড আতাউর রাব্বী, পিআইও মো. মজনুর রহমান, ট্যাগ কর্মকর্তা কাজী সোয়াইব আজমী, সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে ৪ হাজার ৮২৫টি পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।