মেলান্দহে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

মাদক বিক্রির সময় গ্রেপ্তার মহিলাসহ তিনজন। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ্, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহ উপজেলায় এক কেজি গাজাঁসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১ জুলাই রাত সাড়ে ৯টার দিকে পশ্চিম শ্যামপুর মাঝিপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন পশ্চিম শ্যামপুর মাঝিপড়া এলাকার মিজানুর রহমান বাবুর স্ত্রী মাদক বিক্রেতা হাসি (৩৬), মেঘারবাড়ি এলাকার মৃত সিরাজের ছেলে কাজু (৪০) ও পশ্চিম নয়ানগর এলাকার দুলালের ছেলে হারুন মিয়া (৩৫)।

মেলান্দহ থানার উপ-পরিদর্শক দিলীপ চন্দ্র সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম শ্যামপুর মাঝিপাড়া এলাকায় মাদক বিক্রির সময় মহিলাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একাধিক মাদক মামলার আসামি মিজানুর রহমান পালিয়ে যায়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএম ময়নুল ইসলাম বলেন, এক কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।

sarkar furniture Ad
Green House Ad