২৭ জুলাই দেওয়ানগঞ্জ পৌরসভার নির্বাচন

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার নির্বাচনে ভোট গ্রহণের তারিখ পরিবর্তন করেছে নির্বাচন কমিশন। ১৪ জুলাই এর পরিবর্তে ২৭ জুলাই তারিখ নির্ধারিত হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা মো. বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিগত তপসিল অনুযায়ী পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৪ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১৮ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জানা গেছে, দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়াদ শেষ হওয়ায় তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। ফলে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ফারিন হোসেন দিদার (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শেখ নুরুন্নবী অপু (জগ), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র শাহনেওয়াজ শাহান শাহ (খেজুর গাছ) ও বিএনপির দলীয় প্রার্থী সাদেক আক্তার নেওয়াজী (ধানের শীষ)। মেয়র পদে ৪ জনসহ সংরক্ষিত কাউন্সিলর পদে ১৮ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়ে প্রতীক নিয়ে মাঠে প্রতিদ্বন্দ্বিতা করেন। তফসিল অনুযায়ী চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ভোট গ্রহণের তারিখ ছিল। আইনি জটিলতায় আদালতের নির্দেশনা মোতাবেক ২৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন ভোট গ্রহণ স্থগিত করেন। থেমে যায় নির্বাচনী প্রচার প্রচারণা।

মামলার জট কেটে আবারও ভোট গ্রহণের তারিখ ঘোষণা করেন নির্বাচন কমিশন। দ্বিতীয় দফায় ভোট গ্রহণের তারিখ ঘোষণা হয় চলতি বছরের ৩১ মার্চ। আবারো মামলা জটিলতার কারণে ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।

তিনমাস পর পৌরসভার নির্বাচনে ভোট গ্রহণের তারিখ ঘোষণা করেন ১৪ জুলাই। চতুর্থ দফায় আবারও ভোট গ্রহণের তারিখ পরিবর্তন করেছে নির্বাচন কমিশন। নতুন তারিখ ২৭ জুলাই।

sarkar furniture Ad
Green House Ad